Tuesday, November 4, 2025

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

Date:

শনিবার রাজ্য়র ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল। সোমবার, বিকেল চারটেয় কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Bandyopadhyay)। ৭ নভেম্বর জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় দলে সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে মমতা ছাড়াও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা।

শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ। ছয়ে ৬ হওয়ার আশা রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে ভোট শতাংশ নিয়ে বিশ্লেষণ হতে পারে। কারণ, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনগুলিই যে কোনও রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট।

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাংগঠিক স্তরে রদবদলের জল্পনা চলছে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং জানিয়ে ছিলেন, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“ সূত্রের খবর, এই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠক।

এর পাশাপাশি, সোমবার থেকে শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় দলের অবস্থান কী হবে, আদানি-সহ কেন্দ্রীয় সরকারের বিরোধিতার ইস্যু নিয়ে অধিবেশনে কী স্র্যা টিজি নেওয়া হবে- সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। তবে আলোচনার বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও তথ্য মেলেনি।








Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version