Wednesday, August 20, 2025

ক্ষমতার প্রায় তিনগুণ শিশু ভর্তি! ঝাঁসি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন

Date:

ঝাঁসির (Jhasi) মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে আগুনে পুড়ে মৃত শিশুর সংখ্যা ১০। উদ্ধার করা হয়েছিল ৩৮ শিশুকে। এখনও নিখোঁজ এক শিশু। অথচ দুর্ঘটনার পরে তদন্তে উঠে আসছে এত শিশু রাখার ক্ষমতাই ছিল না ওই নিওনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের(NICU)। যে ওয়ার্ডের ক্ষমতা ছিল মাত্র ১৮টি শিশু রাখার সেখানে দুর্ঘটনার রাতে ছিল ৪৯ শিশু।

দুর্ঘটনার তদন্তে নেমে যোগী প্রশাসন খুঁজতে শুরু করেছে আগুন লাগার প্রাথমিক কারণ কী ছিল। কোন সূত্র থেকে আগুনের উৎপত্তি, সেখানে কোনও গাফিলতি রয়েছে কিনা। সেক্ষেত্রে দোষীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন যোগী প্রশাসন। তবে তাতেও ফিরে আসবে না ১০ সদ্যজাত। যেখানে স্পষ্ট ক্ষমতার অতিরিক্ত শিশুকে রাখা হয়েছিল ওই নিকু (NICU) ইউনিটে, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই তাঁরা কোনও শিশুকে ফেরান না।

সম্প্রতি এই ওয়ার্ডটি বন্ধ করে নতুন তৈরি হওয়া নিকু ইউনিটে শিশুদের সরানোর পরিকল্পনা ছিল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। সেক্ষেত্রে স্পষ্ট এই ওয়ার্ডটি আদৌ নিরাপদ ছিল না। নতুন ইউনিটে ৫১ শিশুকে একসঙ্গে রাখার সুযোগ ছিল, যেখানে ১৮ বেড সমৃদ্ধ পুরোনো ইউনিটে রাখা হয় ৪৯ শিশুকে, যে প্রবণতা নিয়েই উঠেছে প্রশ্ন।

দুর্ঘটনার পরে এক একটি দগ্ধ শিশুর দেহ হাসপাতালের জানালা দিয়ে কাগজের মোড়কের মতো বেরিয়ে আসে। সন্তান হারিয়ে বাবা-মায়েরা হাসপাতালের বাইরে আর্তনাদ করতে থাকেন। এখনও ১৪ শিশু পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। শিশুদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন এক নার্স। তবে প্রাথমিকভাবে হাসপাতালের যে অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে লড়াই করার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা, দেখা যায় সেই যন্ত্রেরও ডেট এক্সপায়ার করে গিয়েছে। যদিও মৃতদেহ ও জীবিত সদ্যজাতর বাইরে এখনও নিখোঁজ এক সদ্যজাত।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version