বীরভূমে একসঙ্গে কাজ করতে হবে: অনুব্রতকে নিয়ে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত কাজলদের

0
2

অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন পরিচালনা করতে কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেল থেকে ফিরে আসার পরে শনিবার সেই কোর কমিটির বৈঠকে প্রথম যোগ দিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন কাজল শেখ-সহ বাকি ৬ সদস্যই। সেখানে সবাইকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।

শনিবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়। ছিলেন বীরভূম জেলা তৃণমূল অনুব্রত মণ্ডল-সহ বাকি ৬ কোর কমিটির সদস্যরা। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এদিনের বৈঠকে সংগঠন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলায় কীভাবে তৃণমূল কংগ্রেস সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেক মাসে তিনটি মহকুমাতে কোর কমিটির বৈঠক হবে। আগামী মাসের ১৫ তারিখ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় কোর কমিটির বৈঠক আয়োজিত হবে।

তবে গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে অনুব্রত-কাজলের ঠান্ডা লড়াই নিয়ে যে চর্চা চলছিল তা সম্পূর্ণ নস্যাৎকরে দিয়েছেন বিকাশ। বলেন, “ওঁদের মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না। যে প্রচার করা হচ্ছিল, তার আজকে যবনিকা পতন হল। আমরা সকলে একসঙ্গেই কাজ করব। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।“ তাঁর কথায়, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটি কাজ করবে। ধান কাটার মরসুম শেষ হয়ে গেলেই ব্লকে ব্লকে বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে।

বৈঠক শেষেকোর কমিটির অন্যতম সদস্য এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা, কোথাও কোনও দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলব”।

আরও পড়ুন- পাশে আছে দল: কাউন্সিলর সুশান্তকে ফোন করে আশ্বাস তৃণমূল সভানেত্রীর

আর যাঁকে ঘিরে যাবতীয় চর্চা সাংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া না দিলেও কোর কমিটি বৈঠকে তিনি বলেন, “তোরা ৬ জন ছিলি, আমায় নিয়ে ৭ জন হল। নীচুতলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের উপরমহল যে রকম সিদ্ধান্ত নেবে সেই রকম কাজ করব”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকে অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেন।