প্রকাশিত হল আইপিএলের দিনক্ষণ, ৯ এপ্রিল থেকে শুরু দেশের এক নম্বর ক্রিকেট লিগ

অবশেষে জল্পনার অবসান। আগামী ৯ এপ্রিল ( 9th April )থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে দেশের এক নম্বর লিগ আইপিএল( ipl) । চলবে ৩০ মে পর্যন্ত। দেশের মোট ছয়টি শহরে আয়োজন করা হবে এই লিগ। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও আমেদাবাদে এই ছয়টি শহরে আইপিএল প্রতিযোগিতা আয়োজন করা হবে।

৯ এপ্রিল চেন্নাইয়ে উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

তবে আইপিএল এবার দেশের মাটিতে হলেও, শোনা যাচ্ছে এ বারেও স্টেডিয়ামে দর্শকদের ঢোকার অনুমতি দিতে চাইছে না বিসিসিআই।

আরও পড়ুন: লেগের দ্বিতীয় সেমিফাইনালে নিজের দলকে এগিয়ে রাখছেন হাবাস

Advt

 

Previous articleসিলিন্ডার মিছিলে ‘গ্যাস সিলিন্ডার’ হাতে মমতা
Next articleবাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা ও শিল্পের প্রতিশ্রুতি দিয়ে ব্রিগেড মাতালেন মোদি