নেতাজি: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভে দেখাবে ফরোয়ার্ড ব্লক

1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনায় দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চালানো হয়েছিল, তার প্রতিবাদে আজ বুধবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তায় নামছে এক সময় সুভাষচন্দ্রের তৈরি দল ফরওয়ার্ড ব্লক।

জেলার বিভিন্ন ডাকঘরের সামনে তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে। কলকাতায় ধর্মতলায় কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরোর দফতরের সামনে এই কর্মসূচি তারা পালন করবে বলে ঠিক করেছে। দলের বাংলা কমিটির দুই শীর্ষ নেতা বরুণ মুখোপাধ্যায় ও নরেন চট্টোপাধ্যায় একথা জানান।

তাঁরা জানান, জনমতের চাপে পড়ে সোমবার পিআইবি সোশ্যাল মিডিয়া থেকে তাদের এই প্রচারের বক্তব্য সরাতে বাধ্য হলেও এর পিছনে গভীর চক্রান্ত কাজ করছে বলে আমরা নিশ্চিত। কারণ, এর আগেও কংগ্রেস জমানার মতো প্রথম মোদি সরকারের আমলেও নেতাজির অন্তর্ধান রহস্য ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ওইদিনটি এই বরেণ্য স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিবস হিসেবে চালানোর চেষ্টা হয়েছে।

আরও পড়ুন-ফের বিপত্তি মেট্রোয়, এবার দরজা খোলা রেখেই ছুটলো ট্রেন!

 

Previous articleভালো আছেন সৌমিত্র, এবার ছুটি পাবেন
Next articleকেউ ছাড় পাবেন না, সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে: দিলীপ