Monday, November 3, 2025

কেউ ছাড় পাবেন না, সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে: দিলীপ

Date:

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। ফলে তাঁকে গ্রেফতার করাতে এখন আর কোনও বাধা রইল না।

আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমকে গ্রেফতারের জন্য আদলতে একাধিক বার আর্জি জানিয়েছিলেন তদন্তকারীরা। তাঁদের আবেদন খারিজ করে আদালত চিদাম্বরমের রক্ষকবচের মেয়াদ বেশ কয়েক বার বাড়ায়। এ ভাবেই প্রায় দেড় বছর ধরে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্ত এ বার আর রেহাই পেলেন না।

চিদাম্বরম জামিনে থাকার ফলে তদন্তের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে আদালতে জানান ইডির তদন্তকারীরা। অন্যদিকে চিদাম্বরমের আইনজীবীর যুক্তি ছিল, যখনই তাঁর ডাক পড়েছে চিদাম্বরম তদন্তকারীদের সব রকম সাহায্য করেছেন। ফলে তাঁকে হেফাজতে নেওয়ার কোনো মানেই হয় না। তবে, এ বার আদলত সেই যুক্তি আমল না দিয়ে কার্যত কড়া পদক্ষেপ করতে দেখা গেল।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “কেউ ছাড় পাবেন না। অভিযুক্তদের সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে। কেন্দ্রের বিজেপি সরকার গোয়েন্দা সংস্থার উপরে নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তাই অভিযুক্তদের রং না দেখে তদন্ত হবে।”
চিটফান্ড তদন্ত প্রসঙ্গে দিলীপ আরও বলেন, “কেউ আইনের উর্দ্ধে নন। তিনি কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী‌ই হন কিংবা বড় নেতা। বিজেপি সরকারের আমলে কোনও দুর্নীতিবাজেরই সুসময় আসবে না। এই রাজ্যে এখনই কোনও নেতার বাড়িতে সিবিআই হানার মতো অবস্থা হয়নি কিন্তু জেরা চলছে। আর সেটা চলা উচিত।”

আরও পড়ুন –নেতাজি: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভে দেখাবে ফরোয়ার্ড ব্লক

 

Related articles

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...
Exit mobile version