INX মিডিয়া কাণ্ডে বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এই INX মিডিয়াটি হল শিনা বোরা খুনের মামলায় অভিযুক্ত পিটার ও ইন্দ্রানী মুখোপাধ্যায় মিডিয়া।

কী এই INX মামলা?

ইউপিএ জমানায় INX মিডিয়া 305 কোটি টাকার বিদেশি লগ্নি এনেছিল।যদিও 4.62 কোটি টাকা লগ্নির অনুমতি ছিল। অভিযোগ ওঠে, ঘুরপথে বাড়তি লগ্নি আনার পথ বাতলে দেওয়ার বিনিময়ে চিদাম্বরম তাঁর ছেলে কার্তির সংস্থাকে সাহায্য করতে বলেছিলেন।কার্তিকে সাড়ে 3 কোটি টাকা ঘুষ দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

আরও পড়ুন-তাজমহল হাত কাটলেও তারাপীঠ স্বীকৃতি দিয়েছে নির্মান-কারিগরদের