রাতেই খুলে যাবে শহরের 3টি সেতু

আজ, রবিবার রাতে তিনটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। শুধু বন্ধ থাকবে চেতলা লকগেট ব্রিজ। কেএমডিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাওড়ার বঙ্কিম সেতু ও অরবিন্দ সেতুতে যান চলাচল বন্ধ করা হয়েছে। এক্সপ্যানশন জয়েন্ট পরিবর্তনের জন্য কাজ চলছে জীবনানন্দ সেতুতে। সেখানেও শুক্রবার থেকে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, ত্রুটি ধরা পড়ায় দীর্ঘদিনের পুরনো চেতলা লকগেট ব্রিজে এখন গাড়ি চলাচল করবে না। পরবর্তীকালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে ব্রিজ অ্যাডভাইসারি কমিটি।

তবে উল্টোডাঙার অত্যন্ত ব্যস্ত অরবিন্দ সেতু গত দু’দিন বন্ধ থাকায় পথচলতি মানুষকে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের ভিড়ে যানজট আরও তীব্র হয়। যদি আবহাওয়া ভালো থাকে, আগামীকাল সোমবার থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে কেএমডিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন-বিধায়কদের পর এবার রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা বৃদ্ধি হতে চলেছে

 

Previous articleবিধায়কদের পর এবার রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা বৃদ্ধি হতে চলেছে
Next articleগভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, আতঙ্কিত সাধারণ মানুষ