“আপনের থেকে পর ভাল” এক বৃদ্ধা মায়ের কথা

ভরা সংসার। কষ্ট করে বড় করেছেন দুই ছেলেকে। নিজের সখ- আহ্লাদের দিকে না তাকিয়ে ছেলেদের ইচ্ছাপূরণ করেছেন। সেই মাকে চরম প্রতিদান দিলেন আদরের দুই ছেলে। নবদ্বীপ ঘুরিয়ে আনব বলে মাকে রেখে চলে এলেন দুই ছেলে। সেই স্টেশনেই চোখের জলে দিন কাটছে বৃদ্ধার। যাত্রীরা একপ্রকার আঁকড়ে নিয়েছেন তাঁকে। কেও খাবার কেও জামাকাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর দিকে। প্লাটফর্মে বসে কান্নাভেজা গলায় বৃদ্ধা বলেন,”আমার দুই ছেলে।ছোটো ছেলের বিয়ে হয়েছে তিন দিন হলো।নবদ্বীপ ঘোড়াবে বলে ছেলেরা রেখে গেল আমার নতুন ঠিকানায়। 7দিন ধরে এখানেই আছি। একটি মেয়ে আমার খুব খেয়াল রাখে। দেখা করে যায়। খাবার দিয়ে যায়। আপনের থেকে পর অনেক ভাল।”