পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ, রবিবার, বিকেলে নিগমবোধ ঘাটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি’র শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ জেটলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকস্তব্ধ দেশ।

শনিবার বিকেলেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির কৈলাস কলোনিতে তাঁর বাসভবনে। সারা রাত বাড়িতেই শায়িত ছিলো অরুণ জেটলির মৃতদেহ। রবিবার সকালে নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর মরদেহ শায়িত থাকবে। বাসভবন থেকে বিজেপির কার্যালয় হয়ে বিকেলে দেহ পৌঁছবে নিগমবোধ ঘাটে। তারপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
