শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য অসুস্থ। রবিবার সকালে হঠাৎই অশোকবাবু বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর সেবক রোডের অন্য একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিত্সা চলছে। চিকিত্সকদের সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল তিনি।
