চাপে পড়ে আমাজনে জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার

আন্তর্জাতিক চাপে পড়ে এবার  আমাজনের জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার। এতদিন পর্যন্ত আমাজনের জঙ্গলে আগুন নিয়ে এক প্রকার নিরুত্তাপ ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো। ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় বলে অন্য দেশের নাক গলানোকেও ভাল চোখে দেখছিলেন না তিনি। তবে, বিশ্বের তাবড় দেশের চাপের মুখে পড়ে অবশেষে মাথা নত করলেন জাইর। আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী মোতায়েন করলেন তিনি।
পরিবেশবিদদের মতে বায়ুমন্ডলের 20 শতাংশ অক্সিজেনের উৎস আমাজনের জঙ্গল। তাই আমাজনে বিপুল পরিমাণ গাছে নষ্ট হওয়ায় তার প্রভাব শুধু ব্রাজিলে বা দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না। প্রভাব পড়বে সারা বিশ্বে। আমাজনের জঙ্গলের আগুন নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে ট্রাম্প সরকার। ফ্রান্সে জি-সেভেন সম্মেলনেও এটি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার আয়ারল্যান্ড জানিয়েছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলি লঙ্ঘন করছে ব্রাজিল সরকার। ইউরোপীয়ান ইউনিয়ন ও মার্কোসুর মুক্ত বাণিজ্য চুক্তিকে সমর্থন না করার হুমকি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর।

আরও পড়ুন-21-এর ভোটে রাজ্যে বিজেপির মুখ দিলীপ ঘোষ, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীও