কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা আন্তঃরাজ্য মাওবাদী দমন ইস্যুতে ডাকা বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে এই বৈঠক ছিলো। এই মুহূর্তে জেলা সফরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি।

শাহের এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল মাওবাদী অধ্যুষিত 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলা-সহ তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আমন্ত্রিত ছিলেন, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বৈঠকে হাজির হননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে রাজ্যের তরফে ছিলেন মুখ্য সচিব মলয় দে এবং ডিজি বীরেন্দ্র।

Previous articleসেই ‘ অ্যাম্বুল্যান্স’ করিমুল হারাতে বসেছে দৃষ্টিশক্তি, অর্থ নেই চিকিৎসার
Next articleকাশ্মীর ইস্যু: ট্রাম্পকে পাশে বসিয়ে কী বললেন মোদি