ডি.এস.ওর প্রতিনিধিদল আজ বিকাশ ভবনে

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অর্গানাইজেশনের(প্রেসিডেন্সির ডি.এস.ও.)পক্ষ থেকে তিন জনের একটি প্রতিনিধিদল আজ, সোমবার বিকাশ ভবনে আসেন এবং শিক্ষা মন্ত্রী ডাক্তার পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। ডাক্তার মিদুল সরকার(প্রেসিডেন্সির ডি.এস.ও.) তিনি জানান-

সংসদ নির্বাচনের বিষয়ে শিক্ষামন্ত্রী আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি , আমরা নির্বাচিত ছাত্রসংসদ চাই। ছাত্র কাউন্সিলের যে প্রস্তাব রাজ্য সরকার কড়েছে সেটা আমরা বিরোধিতা করেছি। প্রত্যেক বছর যেমন ভাবে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচনের মাধ্যমে ছাত্রসংসদ নিয়ে এসেছে সেই নির্বাচন আমরা চেয়েছি।

আরও পড়ুন – ধূলাগড়ে 70 কেজি গাঁজা-সহ গ্রেফতার 2