কাশ্মীরে উঠল তেরঙা

370 ধারা বাতিলের তিন সপ্তাহ পর রবিবার শ্রীনগরে রাজ্য সচিবালয়ে নামানো হল জম্মু-কাশ্মীরের জাতীয় পতাকা। উড়ল তেরঙা। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনো নোটিশ দেওয়া হয়নি। এ ব্যাপারে সরকারি তরফে বক্তব্য, প্রশাসন চাইলে ৭ আগস্টের পরেই রাজ্যের পতাকা সরাতে পারত। কিন্তু সরকারি সিদ্ধান্তের জন্য ১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করারও কোনও কারন নেই। রাজ্যে কড়া নিরাপত্তার মাঝেই নাগরিকদের নানা সুযোগ সুবিধা দিতে কার্ফু শিথিল করা হচ্ছে। ল্যান্ড লাইন ফোন বেশ কিছু জায়গায় চালু হয়েছে। তবে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ।

Previous articleবর্ধমান-হুগলিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তৎপরতা তুঙ্গে
Next articleচিদম্বরমের বিরুদ্ধে আজ কোর্টে ইডির বিস্ফোরণ!