বিনা টিকিটের যাত্রীদের থেকে রেল মন্ত্রক কত টাকা উপার্জন করছে জানেন?

প্রতিদিন বিনা টিকিটে বহু যাত্রী ট্রেনে যাতায়াত করে। তবে ধরা পড়লে রক্ষা নেই। জরিমানা অবধারিত। সেই জরিমানা জমিয়ে গত তিন বছরে কেন্দ্রীয় রেল মন্ত্রক প্রায় উপার্জন 1300 কোটি টাকা উপার্জন করেছে।

2018-2019 সালে বিনা টিকিটে যাতায়াত করা যাত্রীদের থেকে আদায় করা টাকার পরিমাণ হঠাৎ করে কমে যাওয়ায় আয় নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল কেন্দ্রীয় রেল মন্ত্রকের বিশেষ কমিটির । তারপর থেকেই এই জরিমানা আদায়ের উপর বেশি জোর দিতে শুরু করে রেল মন্ত্রক।

জরিমানা কমপক্ষে 250 টাকা থেকে শুরু, এরপর টিকিটের দামের ওপর নির্ভর করে জরিমানা নির্ধারন করা হয়। এই ক-বছরের মধ্যে প্রায় 89 লক্ষ যাত্রীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে। যার গড় আয় প্রায় 1300 কোটি। যা আগের তিনবছরে আয়ের থেকে প্রায় 31% বেড়েছে।

Previous article40 কিলো গাঁজা সহ-গ্রেফতার 4
Next articleমমতা মডেলে বিধাননগরে ঘুরে ঘুরে বৈঠকে কৃষ্ণা