Friday, January 30, 2026

বাড়ি ফিরলে সোনার মেয়ে সিন্ধুকে তাঁর মা কী খাওয়াবে জানেন?

Date:

Share post:

কোন ভারতীয় শাটলার হিসেবে এই প্রথমবার ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। এই কৃতিত্ব যেমন ইতিহাসের পাতায় সিন্ধুর নাম তুলেছে, ঠিক একইভাবে গর্বিত করেছে সমগ্র দেশবাসীকে। সুইজারল্যান্ড-এর বাসেলেই সোনা জয়ের পর মাকে উৎসর্গ করেছেন হায়দ্রাবাদী তরুণী। কারণ, ওই বিশেষ দিনটি ছিল তার মায়ের জন্মদিন।

এবার পাল্টা কিছু দেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর মাও। হায়দরাবাদের গাচ্চিবাউলির বাড়িতে বসে প্রহর গুনছেন, কখন এসে পৌঁছবেন সোনার মেয়ে।

এবার মা পি বিজয়ার থেকে পুরস্কার পাওয়ার পালা সিন্ধুর। মেয়ে বিরিয়ানি খেতে দারুণ ভালবাসেন। মা ঠিক করে রেখেছেন মেয়ে বাড়ি ফিরলেই নিজের হাতে তৈরি বিরিয়ানির থালা নিয়ে হাজির হবেন মেয়ের সামনে।

এদিকে সিন্ধুর বাবা পি ভি রমানা বাসেলের গ্যালারিতে বসে মেয়ের ইতিহাস গড়ার সাক্ষী থেকেছেন। এখনও উত্তেজনায় ফুটছেন। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড খুশি। ওর এই জয়টা খুব দরকার ছিল। বাবা হিসেবে গর্বিত।’

পি ভি রমানা অপেক্ষায় ছিলেন বিশ্বচ্যাম্পিয়নশিপের এই সোনাটার জন্য। শেষ দু’বছর রুপো, তার আগে 2013 এবং 2014 সালে ব্রোঞ্জ। ব্যাডমিন্টন মহল তো সিন্ধুর গায়ে ‘‌চোকার্স’‌ তকমা সেঁটে দিয়েছিল। সেই ‘চোকার্স’ তকমা মুছে বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকের রং সোনালি হওয়ায় আপ্লুত সিন্ধুর বাবা। বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে গত দু’বছর সোনার আশা করেছিলাম। কিন্তু তা না আসায় মন খারাপ হয়েছিল। ওকে ভেঙে পড়তে বারণ করেছিলাম। বলেছিলাম, অপেক্ষা করতে। সেই অপেক্ষার ফল পেল।’

spot_img

Related articles

বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত...

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy...

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...