তৃণমূলের অস্ত্রই তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে চায় বিজেপি। এমনকী দলত্যাগ নিয়ে বিধানসভার স্পিকার শাসক ও বিরোধী দল সম্পর্কে দুরকম ভূমিকা নিচ্ছেন বলে পক্ষপাতের অভিযোগ আনতে চায় গেরুয়া শিবির। সম্প্রতি তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়কদের নোটিশ দেন। তিনি জানতে চান বিধানসভায় দলত্যাগী বিধায়কদের রাজনৈতিক অবস্থান কী? এই নোটিশ পেয়েই বিজেপিতে যোগ দেওয়া বিধায়করা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে দফায় দফায় কংগ্রেস ও বাম দলগুলি থেকে যেসব বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, আগে তাঁরা নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন। তারপর তাঁরা ব্যাখ্যা দেবেন।

বিজেপির যুক্তি, দলত্যাগ নিয়ে নৈতিকতার কথা তৃণমূলের মুখ থেকে কেউ শুনবে না। কারণ এতদিন তারাই এই কাজ করে বিধায়ক সংখ্যা বাড়ার দাবি করে এসেছে। খাতায়কলমে কংগ্রেস বা অন্য দলের বিধায়কদের বিধায়ক পদ থেকে পদত্যাগ না করিয়েই জেলা তৃণমূলের নানা দায়িত্বে বসিয়েছে। এখন নিজেদের দল ভাঙতেই উল্টো কথা হাস্যকর। এর পাশাপাশি স্পিকারের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বিজেপি শিবির। বলা হচ্ছে, অন্য দলের বিধায়ক তৃণমূলে যাওয়ার পর সিদ্ধান্ত নিতে টালবাহানা করছেন স্পিকার। অথচ উল্টো ঘটনা ঘটতেই তিনি অতি সক্রিয়!
