17 পুরসভার ভোট করতে নগরোন্নয়ন দফতরে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের

রাজ্যের 17 পুরসভার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এই সব পুরসভায় ভোট করতে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিলো রাজ্য নির্বাচন কমিশন৷

রাজ্যের 12টি জেলার 17টি পুরসভার মোট 405 টি ওয়ার্ডে ভোট হবে৷ মেয়াদ শেষ হওয়া 17 পুরসভা হল:

● কোচবিহারের মেখলিগঞ্জ এবং
হলদিবাড়ি পুরসভা

● আলিপুরদুয়ার পুরসভা

● উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভা

● দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা

● মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা

● নদিয়ার
চাকদহ এবং কৃষ্ণনগর পুরসভা

● উত্তর 24 পরগনার পানিহাটি এবং হাবড়া পুরসভা

● দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভা

●পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর পুরসভা

● পূর্ব বর্ধমানের বর্ধমান এবং গুসকরা পুরসভা

● বীরভূমের দুবরাজপুর পুরসভা

● হাওড়া পুরসভা

Previous articleগণতন্ত্রের প্রতি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি দায়হীন ?
Next articleরাত পোহালেই অভিষেকের নজরদারিতে তৃণমূলের ছাত্র সমাবেশ, নেত্রীর বার্তার অপেক্ষায় শুরু প্রহর গণনা