রাণুকে প্রশ্নটা ঠিকঠাক করা হয়েছিল তো?

রানু মণ্ডলের গলা অসাধারণ।না হলে ভাইরাল হত না।
বিখ্যাত হওয়ার আগে ওঁর কথাবার্তা অসংলগ্ন মনে হত।
তারপরে আর মনে হয় নি।প্রচুর ইন্টারভিউ দিয়েছেন।প্রত্যেকটা সামলাচ্ছেন।এবং ভুলেও মেয়ের দোষ দেন নি।বরং মেয়ের গাফিলতি টা আড়াল করতে চেয়েছেন।
কেন রানু মণ্ডল ক্রুদ্ধ হয়েছিলেন-
যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তাঁর প্রশ্নকরার ধরন পরিশীলিত ছিল না।
তিনি একটি শব্দ প্রয়োগ করেন ,ঐ শব্দেই রানু দেবী ক্রুদ্ধ হন,আত্মসম্মানে লাগে।
শব্দটি ছিল ‘দৌলতে’
“আচ্ছা এই যে আপনার এত কিছু সবটাই অতীন্দ্রর দৌলতে..

কবীর সুমন ‘হওয়ার’পিছনে নেপথ্যে শুভেন্দু মাইতির ভূমিকা ছিল।
কিন্তু তিনি কখনই এই দাবী নেননি।

অতীন্দ্রর উচিৎ ছিল সরে যাওয়া।
‘দৌলতে’শব্দটি যে কাওকে আহত করবে।বলার ধরণও ভাল ছিল না।তাহলে কন্ঠ টি কিছু নয়।সব কিছুই ঐ ‘দৌলতে’।
এমনভাবে সাক্ষাৎকারটি হচ্ছিল এবং নেপথ্যে হাসির শব্দ শুনছিলাম-যেন একজন ‘পাগলি’কে একজনের দৌলতে বিখ্যাত করে দেওয়া হয়েছে।

যে কোন আত্মমর্যাদাসম্পন্ন মানুষেরই গায়ে লাগবে।
এটা থেকেও প্রমাণ হয় তিনি সুস্থ…

Previous articleরাণুকেই সমর্থন করতে চাই
Next articleগণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, আসছে নয়া বিল