রাণুকেই সমর্থন করতে চাই

রাণু দেবীর বিষয়ে কিছু মতামত দিতে চাই।
গতকাল থেকে স্যোশাল মিডিয়ায় ওনাকে এক শ্রেণীর “উচ্চ শিক্ষিত” মানুষ জঘন্য ভাষায় আক্রমণ করছেন, কারণ ওনার একটি ইন্টারভিউ। যদিও ইন্টারভিউ টা দেখে মনে হল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে মানসিকভাবে নির্যাতন করতেই যাওয়া হয়েছিল। জানি না কে সেই মহান সাংবাদিক যিনি একজন মহিলার ইন্টারভিউ নেওয়ার আগে এইটুকু তথ্য সংগ্রহ করতে পারেন না যে উনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন।ওনার মানসিকভাবে অসুস্থতার ব্যাপার টা প্রথম দিকের ভিডিও গুলো ফলো করলেই জানা যাবে।
উনি হয়তো সেইভাবে শিক্ষার সুযোগও পান নি তাই ওনার সাহায্যকারী দের “ভগবানের চাকর” সম্বোধন করে ফেলেছেন। আসলে উনি বোঝাতে চেয়েছেন ঈশ্বর তাদের প্রেরণ করেছেন ওনাকে সাহায্য করতে।
উনি প্রথম থেকেই কোথাও দাবি করেন নি উনি ভিক্ষে করতেন। কি নীচ মানসিকতা কিছু বাঙালির যে একজন নিজের গায়কি প্রতিভা সবার সামনে তুলে ধরে অর্থ রোজগার করলে তাকে ভিক্ষেবৃত্তি বলেন। উনি পারিবারিক ভাবে সেরকম সাপোর্ট না পেয়ে স্টেশনে বসে গান গেয়ে রোজগার করতেন।
ধিক্কার জানাই তাদের যারা কাল থেকে একজন খারাপ মানের সাংবাদিকের প্রোপাগান্ডায় সমর্থন দিয়ে একজন বিরল প্রতিভার অধিকারী কে গালিগালাজ করছেন।
সচেতন বাঙালির কাছে অনুরোধ দয়া করে কারো কথায় কান না দিয়ে রাণু দেবীর পাশে থাকুন।