ফের প্রকাশ্যে এক ব্যক্তিকে ফাঁসি দিল ইরান!

ফের একই ঘটনার পুনরাবৃত্তি। প্রকাশ্যে এক ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। খুনের অভিযোগে ধৃত ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত করতেই ফাঁসির আদেশ কার্যকর করা হল, প্রকাশ্যে। খুনের ঘটনা যেখানে ঘটেছিল, ঠিক সেই জায়গাতেই এনে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
ওই ব্যক্তির নাম হামিদ রেজা দেরাখশন্দে। গত 29 মে ফারস প্রদেশের কাজেরুন শহরের দক্ষিণে তিনি স্থানীয় একটি মসজিদের এক ইমামকে খুন করেন।