Friday, January 30, 2026

মিসবার থেকে হঠাৎই ক্যামেরা ঘুরল ওয়ালশের দিকে

Date:

Share post:

গত মঙ্গলবার পর্যন্ত যা খবর ছিল, পাকিস্তানের কোচ হিসেবে ‘ফাইনাল’ মিসবা-উল-হক। কিন্তু বুধবার থেকে হঠাৎই কেমন যেন ‘তালগোল’ পাকিয়ে যাচ্ছে পাক ক্রিকেট মহলের। মিসবার থেকে নাকি ক্যামেরা ঘুরে ক্যারিবিয়ান ওয়ালশ-কেই বেশি ফোকাস করতে চাইছে পিসিবি।

পাকিস্তানের হেড কোচ হওয়ার দৌড়ে ভেসে উঠেছে বেশ কিছু নাম। প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল-হক ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন। গত কয়েকদিন ধরেই পাক সংবাদমাধ্যমগুলি দাবি করে আসছিল, মিসবার হাতে নিয়োগপত্র নাকি প্রায় তুলেই দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে মিসবা ছাড়াও আরও দুই হেভিওয়েট আবেদনকারী রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ এবং প্রাক্তন অজি ক্রিকেটার তথা ক্রিকেট ধারাভাষ্যকর ডিন জোন্স। সূত্রের খবর, পিসিবি-র একটি মহল চাইছেন, বিদেশি কোচ নয়। এবার দেশী কোচের হাতেই আমির-আজমদের দায়িত্ব দেওয়া হোক। আর একটি মহল অবশ্য মনে করছেন, বিদেশি কোচের অধীনে নিয়মশৃঙ্খলা বজায় থাকবে দলের।

আরও পড়ুন-সব ধরনের ক্রিকেটকে ‘গুডবাই’ জানালেন অজন্তা মেন্ডিস

প্রাক্তন পাক ক্রিকেটার তথা ধারাভাষ্যকর রামিজ রাজা মনে করেন, মিসবা খুবই রক্ষণাত্মক মানসিকতার। তবে পিসিবি-র শীর্ষকর্তাদের সঙ্গে মিসবা-র সম্পর্ক খুবই ভালো হওয়ায় ওঁর দিকেই এতদিন পাল্লা ভারী ছিল। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেও মিসবাকে বাড়তি পয়েন্ট দিতে চেয়েছে ইমরান-আক্রমের দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বিপিএল এবং পিএসএল-এ ডিন জোন্সের কোচিংয়ের অভিজ্ঞতার কারণে অজি ধারাভাষ্যকারকে নিয়ে বেশ ভাবতে শুরু করেছে পিসিবি। তবে ওঁর থেকেও প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিদায়ী বোলিং কোচ ওয়ালশ দায়িত্ব নিলে পেসার নির্ভর পাক দল বেশি উপকৃত হবে বলেই মনে করছে সে দেশের ক্রিকেট মহল।

এছাড়াও শোনা যাচ্ছে, ওয়াকার ইউনিসও নাকি বোলিং কোচ হওয়ার জন্য পিসিবি-তে আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে দু’বার পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ওয়াকার। যদিও সাফল্যের বিচারে তাঁর বিশেষ মূল্য নেই।

তাই সব মিলিয়ে দিনকয়েক ধরে মিসবা এক নম্বরে থাকলেও আপাতত কিন্তু পিসিবি কর্তারা বেজায় ধন্দে। ওয়ালশ যে বড়ই লাইম লাইটে পাক ক্রিকেট মহলে।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

 

 

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...