সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

যে কোনও সময় সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়ান্দা সূত্রে এই তথ্য পাওয়ার পরে চূড়ান্ত সতর্কতা জারি করা হল গুজরাতের সব বন্দরে।

বৃহস্পতিবার সকালে গোয়েন্দা রিপোর্টে বলা হয়, “গুজরাতে জঙ্গি হামলা চালানোর জন্য কচ্ছ দিয়ে সমুদ্রপথে ভারতের ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা।” জঙ্গিরা ছাড়াও পাকিস্তানের এসএসজি কমান্ডোরাও ছোটো নৌকো ব্যবহার করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়তে পারে বলে গোয়েন্দারা জানিয়েছেন ।

কান্ডলা-সহ গুজরাতের সমস্ত সমুদ্রবন্দরে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বন্দরের আধিকারিকদের চূড়ান্ত ভাবে প্রস্তুত থেকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনও নৌকো দেখলেই সঙ্গে সঙ্গে যেন নৌবাহিনীকে খবর দেওয়া হয় সে কথাও বলা হয়েছে।

আরও পড়ুন-ড্রাগের নেশায় আক্রান্ত মেয়েকে শিকল পরালেন মা! জানলে চোখে জল আসবে

 

Previous articleমিসবার থেকে হঠাৎই ক্যামেরা ঘুরল ওয়ালশের দিকে
Next articleমোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর