মোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর

মোবাইল পরিষেবা চালু হল জম্মুর 5 জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে ডোডা, কিশ্তওয়ার, রামবন, পুঞ্চ এবং রজৌরি জেলায়।

সংবিধানের 370 ধারা বাতিলের পরেই কাশ্মীরে শুরু হয় অস্থিরতা । রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয় মোবাইল পরিষেবা। জারি হয় 144 ধারাও। এর পর ধীরে ধীরে কড়াকড়ি কমাচ্ছিল কেন্দ্র। প্রথমে স্বাভাবিক হয় জম্মু শহর এবং তার লাগোয়া জেলাগুলির পরিস্থিতি। রাজ্যের বাকি অংশেও ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কেন্দ্র ।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

 

Previous articleসমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা
Next articleমহাকাশে স্বর্ণবৃষ্টি ! কী বললেন জ্যোতির্বিজ্ঞানীরা?