মহাকাশে স্বর্ণবৃষ্টি ! কী বললেন জ্যোতির্বিজ্ঞানীরা?  

মহাকাশে অনবরত ঝরছে স্বর্ণ কণা। কি অবাক হচ্ছেন? এমন তথ্যই  উঠে এসেছে মহাকাশ বিজ্ঞানীদের গবেষণা থেকে। তাঁদের মতে পৃথিবীর যাবতীয়  সোনা সব এ ধরনের প্রাচীন মহাজাগতিক সোনাবৃষ্টি থেকেই পাওয়া যায়। আর এর পেছনে রয়েছে কিলানোভা।

আরও পড়ুন-কৌশিকী অমাবস্যায় মায়ের বিশেষ পুজো কেন হয় জানেন ?

দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে নিউট্রন তারার একত্রীকরণে একপ্রকার বিস্ফোরণ সংঘটিত হয়। যাকে বৈজ্ঞানিক ভাষায় কিলানোভা বলা হয়। এর মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে, তা প্রাচীন একটি নিউট্রন তারার সংঘর্ষ থেকেই পাওয়া। গবেষণাটি  প্রকাশিত হয়েছিল যুক্তরাজ্যের মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকীতে।

আরও পড়ুন-শীঘ্রই চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান-2, টুইট ইসরোর

Previous articleমোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর
Next articleগাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, চলবে বৃষ্টি