গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, চলবে বৃষ্টি

ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। আর তার প্রভাবে চলবে রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর ওড়িশা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর বিস্তৃত হয়ে আছে এই নিম্নচাপ। এমনটাই জানিয়েছে, দিল্লির মৌসম ভবন।

বৃহস্পতিবার দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

গুজরাটের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার ফলে আগামী তিন–চার দিন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মধ্য প্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, অসম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য–দক্ষিণপশ্চিম আরব সাগরের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

 

Previous articleমহাকাশে স্বর্ণবৃষ্টি ! কী বললেন জ্যোতির্বিজ্ঞানীরা?  
Next article25-এ শুরু, 88 বছর বয়সেও ড্রাগ ডিলার, পুলিশের ফাঁদে রাজরানি