কৃষ্ণ গোয়ালা- রাম ক্ষত্রিয় হলে শিব কেন বিন্দ নয়? প্রশ্ন বিহারের মন্ত্রীর

ভগবান শিব ‘বিন্দ’ সম্প্রদায়ের ছিলেন বলে দাবি করলেন বিহারের খনিজমন্ত্রী বৃজ কিশোর বিন্দ। পাশাপাশি তাঁর প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালা এবং রাম যদি ক্ষত্রিয় হন, তাহলে শিব কেন বিন্দ হবেন না?

পাটনায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ‘আমাদের ইতিহাস খুবই পুরনো। আপনারা কেউ জানেন শিব ছিলেন বিন্দ সম্প্রদায়ের?’ শিব পুরাণে তার উল্লেখও রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

আরও পড়ুন-মেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে 26

 

Previous articleমেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে 26
Next articleচীনের বিরুদ্ধে ব্যাপক সংঘাতে হংকং! কারণ জানেন?