Thursday, August 28, 2025

SSC বিল নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে, জানালেন পার্থ

Date:

Share post:

স্টাফ সিলেকশন কমিশন নতুন করে ফেরানো সংক্রান্ত বিল নিয়ে আইনি জটিলতা। বিরোধীরা আইনি জটিলতা এবং বিলের কপিতে কিছু আইনি সমস্যার দাবি তুলে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে বিলের ভাষা বদলের দাবি তুলেছিল। দাবি করা হয়েছিল যে সকল প্রশ্নগুলি উঠেছে তার সমাধান আলোচনার মধ্যে দিয়ে করতে হবে। তা না হলে বিল পাস করা যাবে না। বিরোধীদের সেই দাবি মেনে নিয়ে স্টাফ সিলেকশন কমিশন বিলের আলোচনা আজ, বৃহস্পতিবার মাঝপথে স্থগিত করে দিল রাজ্য সরকার।

আরও পড়ুন-তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি

রাজ্য বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের, জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। আট বছরে এই প্রথমবার বিরোধীদের দাবি মেনে কোনও বিল তড়িঘড়ি পাস করানোর পথ থেকে সরে এসে আলোচনার দরকার খোলা রাখল রাজ্য সরকার। এই বিলে উল্লেখ রয়েছে, কমিশন তৈরির ক্ষেত্রে সরকারের কোনও আর্থিক দায়ভার নেই। এই লাইনটি নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।

এদিন বিধানসভায় বিল নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, বাম বিধায়ক প্রদীপ সাহা বিলের আইনি জটিলতা নিয়ে প্রশ্ন তোলেন। তারপর অধ্যক্ষের অনুরোধ শুনে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বলেন, এই বিলের অনেক আইনি দিক আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এখানে আলোচনা শেষ করা ঠিক হবে না। বিধানসভার অধিবেশনে আলোচনা চলাকালীন সরকার পক্ষকে বিলের আইনি জটিলতা নিয়ে বিরোধীদের দাবি ভেবে দেখার পরামর্শ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর অধ্যক্ষ জানিয়ে দেন, বিলটি নিয়ে আগামী 3 সেপ্টেম্বর ফের আলোচনা করা হবে বিধানসভায়।

আরও পড়ুন-চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ! চাঞ্চল্য

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...