Thursday, November 13, 2025

চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Date:

লেক টাউনে চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কয়েকশো দুষ্কৃতি তাঁকে আক্রমণ করেছে বলেই অভিযোগ।

লেক টাউনে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে।
চা চক্র শিরোনামে দলের জনসংযোগ কর্মসূচিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকাল 7টা নাগাদ লেক টাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় দিলীপ ঘোষ গেলে তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এলাকার মানুষ। সমর্থকরা। যদিও তাতে কর্ণপাত করেননি দিলীপবাবু। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি প্রতিদিন সকালে হাঁটতে বেরোই। কোথাও না কোথাও চা খেতে যাই। আজ এখানে এসেছিলাম। তৃণমূল যে আমাকে নিয়ে এত চিন্তিত তা ভেবেই ভাল লাগছে। আমার সামনে চেয়ার, টেবিলে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এর চেয়ে বেশি তৃণমূলের থেকে আশা করিনি।”

বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি হলেও সকাল থেকে ওই এলাকায় তাদের কর্মী, সমর্থকদের বাধা দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসাও হয়। ঘটনায় বিজেপির তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি ঘাসফুল শিবিরের।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version