পুজো কমিটিগুলিকে ঢালাও আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রায় সবকটি পুজো পান্ডেলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মাঝে শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গোৎসব নিয়ে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, এবার পুজোর বিসর্জন শেষ করতে হবে 10 অক্টোবর। আর কলকাতায় কার্নিভাল হবে 11 অক্টোবর শুক্রবার। একই সঙ্গে পুজো কমিটিগুলির জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা।

25% বিদ্যুতের ছাড় দেওয়া হবে সব পুজো কমিটিকে। কলকাতা সহ গোটা রাজ্যেই এই সুযোগ মিলবে।

পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে কোনও টাকা পয়সা দিতে হবে না।

বিজ্ঞাপনের জন্য পুরসভাগুলিকে কোনও খরচ দিতে হবে না।

রাজ্যের সব পুজো কমিটিকে গত বছর সরকারের তরফে 10 হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে 25 হাজার টাকা করা হচ্ছে।

মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটিগুলিকে অতিরিক্ত 5000 হাজার টাকা দেওয়া হবে।

সুতরাং, সব মিলিয়ে পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে ঢালাও আর্থিক সাহায্য পেতে চলেছে।