ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল রাসায়নিক কারখানা: মৃত কমপক্ষে 20, ধ্বংসস্তুপে আটক 70

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের শিরপুর। শনিবার সকাল 9টা 46মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে একটি রাসায়নিক কারখানায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত 22 জন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা যাচ্ছে, কারখানার ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অন্তত 70 জন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। আনা হচ্ছে দমকলের আরও ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এসেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় 100 শ্রমিক। প্রাথমিকভাবে অনুমান সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়েছে আগুন। পরবর্তীতে একাধিক সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।

সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসয়নিক গ্যাস মজুত ছিল। বিস্ফোরণের ফলে তা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ফলে তৈরি হয়েছে দমবন্ধকর এক পরিস্থিতির।

Previous articleবামেদের নবান্ন-অভিযান ঘিরে হাওড়া রণক্ষেত্র, পুলিশের লাঠিচার্জের পাল্টা ইটবৃষ্টি
Next articleএভাবে আলেসান্দ্রোকে কাঠগড়ায় দাঁড় করানো অর্থহীন