ভারতের এনআরসি নিয়ে উস্কানিমূলক ট্যুইট ইমরানের

ভারতের এনআরসি নিয়ে উস্কানিমূলক ট্যুইট করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান। শনিবার অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। সেখানে নাম নেই 19 লক্ষের বেশি মানুষের। নাগরিকত্ব প্রমাণের জন্য সরকারের তরফে সব রকমের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এনআরসি নিয়ে পাক প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন।

ইমরান খানের অভিযোগ, ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে। ফের আন্তজার্তিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ইমরান। গোটা বিশ্বের কাছে অশনি সংকেতের ঘণ্টা বাজতে শুরু করেছে। মুসলিমদের লক্ষ্য করেই কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Previous articleরাজধানীতেও এনআরসির প্রয়োজন, বললেন দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি
Next articleরোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে