অভিনব ! কোচিং ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্ট

অভিনভ উদ্যোগ এবং প্রশংসনীয়ও বটে। এতদিন আমরা অনেক ক্লাবের পক্ষ থেকে বা অনেক স্কুল ছাত্রদের টুর্নামেন্ট খেলতে দেখেছি। কিন্তু এবার একটু অন্যরকম। এবার কোচিং ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্ট।


টুর্নামেন্টের সহ আয়োজকরা হলেন পিনাক, কপিল, হৃত্বিক, প্রীতম, সায়ন এবং মাস্টার মাইন্ড অরিজিৎ স্যার। । বেলেঘাটা সুভাষ সরোবর লেক ফার্স্ট বিভাগে অরিজিৎ চক্রবর্তী কোচিং আয়োজিত আন্তঃ শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিন। এখানে 4 টি গ্রুপ রয়েছে। প্রত্যেক গ্রুপে 3 টি দল রয়েছে। যে দল প্রথম রাউন্ড জিতবে তারা সেমি ফাইনাল খেলবে। এই কোচিং সেন্টার থেকে 6 টি টিম অংশগ্রহণ করবে। এবং শিক্ষক এবং ছাত্ররা এই খেলায় অংশগ্রহণ করবেন। পুরস্কার হিসেবে রাখা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচের জন্য মেমেন্টো, রানার্স ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল।

Previous articleডার্বিতে এবার বাঁশি বাজাবেন কৃষ্ণ
Next articleসল্টলেক সেন্ট্রাল পার্কে শনিবার থেকে শুরু হল বাংলার তাঁতের হাট