অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়া সারদামণি কলেজে বিক্ষোভ

রাজ্য জুড়ে কলেজে কলেজে চলছে বিক্ষোভ। কলেজের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে মূলত এই বিক্ষোভ হয়। এছাড়াও স্থায়ীকরণ, কাজের নিরাপত্তাসহ সম কাজে সম বেতন দাবিও জানানো হয়। সোমবার রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি বাঁকুড়া জিলা সারাদামনি মহিলা মহাবিদ্যাপীঠেও একই দাবিতে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারীরা।

এমনই এক কর্মচারী এই প্রসঙ্গে বলেছেন, ‘কলেজের সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। এমনকি সম কাজে সম বেতন দিতে হবে। এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি আমরা। বিকাশ ভবন অভিযানও করেছি আমরা। এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও আমরা আবেদন জানিয়েছি। যদি কোনও সদুত্তর না পাওয়া যায়, তাহলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা।’ এখন দেখা যাক, রাজ্য সরকার এই বিক্ষোভে সাড়া দিয়ে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণে রাজি হয় কিনা।