বধূ নির্যাতনের মামলায় মহঃ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর আদালত। যেহেতু তিনি দেশের বাইরে রয়েছেন সেজন্য তাঁকে 15 দিন সময় দেওয়া হয়েছে।

এই 15 দিনের মধ্যেই তাঁকে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, মহঃ সামির স্ত্রী হাসিন জাহানের করা মামলার জেরেই এই পরোয়ানা।

আরও পড়ুন-অবনী ঠাকুরের বাগান বাড়ির সংস্কার শুরু করল কোন্নগর পুরসভা
