এবার 3দিনের জন্য CBI হেফাজতে পাঠানো হল চিদম্বরমকে

ফের 3 দিনের জন্য CBI হেফাজতেই পাঠানো হল চিদম্বরমকে। তিহার জেলে থাকা নিয়ে আতঙ্কে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে খানিকটা হলেও আতঙ্ক কাটল চিদম্বরমের। আদালতের নির্দেশে তিহার জেলে আপাতত যেতে হচ্ছে না তাঁকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত CBI হেফাজতেই চিদম্বরমকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিহার জেল নিয়ে শঙ্কায় ছিলেন চিদম্বরম। আদালতের দু’টি আর্জি পেশ করেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বাল। প্রথমটিতে বলা হয়, CBI হেফাজতে থাকার মেয়াদ আরও বাড়ানো হোক। অথবা দ্বিতীয় আবেদন, প্রবীণ কংগ্রেস নেতাকে ঘরবন্দি করে রাখার নির্দেশ দেওয়া হোক। সিব্বাল এদিন আদালতে বলেন, 74 বছরের নেতার সুরক্ষার বিষয়টাও ভেবে দেখা উচিত। তাই তিহার জেলে তাঁকে না পাঠিয়ে গৃহবন্দি করা হোক কিংবা CBI হেফাজতেই রাখা হোক। এই দুই আবেদনের একটি খারিজ হয়েছে। অপরটিতে সম্মতি দিয়েছে আদালত।

গত 21 আগস্ট রাতে INX মিডিয়া দুর্নীতি মামলায় CBI চিদম্বরমকে গ্রেপ্তার করেছিলো। তাঁর আগাম জামিনের আবেদনও দিল্লি হাই কোর্ট তা খারিজ করে দেয়। ফলে CBI হেফাজতে একটি স্যুটের মধ্যে রয়েছেন তিনি। কিন্তু চিদম্বরমের আশঙ্কা,
আদালত জেল হেফাজতের নির্দেশ দিলে তাঁকে দিল্লির তিহার জেলে যেতে হতে পারে। তিহার জেলে যাতে তাঁকে না পাঠানো হয়, সে কারণে তাঁর জামিনের আবেদনও করেননি আইনজীবী সিব্বাল।

আরও পড়ুন-অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হলো ভারতীয় কূটনীতিকের