হিমেশের সুরে ‘আশিকি মে তেরি’ রিমেক গাইলেন রানু

রানাঘাট স্টেশন থেকে উঠে আসা রানু মন্ডলের নাম এখন সকলের মুখে মুখে। সোশ্যাল মিডিয়া খুললেই রানুর গানের ভিডিও, নিউজ, বিভিন্ন রকম ট্রোলড সব কিছুই এখন হট টপিক। এককথায় রানু এখন হিট।

রানু মন্ডল ইতিমধ্যে মুম্বইয়ে গিয়ে হিমেশ রেশমিয়ার সুরে দুটি গান গেয়ে ফেলেছেন। এবার তিন নম্বর গানটিও গেয়ে ফেললেন। 2006 সালে শাহিদ কাপুর এবং করিনা কাপুর অভিনীত ’36 চায়না টাউন’ ছবির ‘টাইটেল সং’ ‘আশিকি মে তেরি’ – র রিমেক গানটি গেয়ে ফেললেন রানু।

কিন্তু যারাই রানুর এই তিনটি গান শুনেছেন সকলের একটাই আক্ষেপ এখন একটা গানও পুরো তারা শুনতে পারেননি, সবকটি গানেরই টিজার রিলিজ হয়েছে। হিমেশ রেশমিয়া গণেশ চতুর্থীর দিন সোশাল মিডিয়ায়
রানুর গাওয়া ‘আশিকি মে তেরি’ গানটির রেকর্ডিং – এর ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন-মহানায়ক আজও ‘এভারগ্রিন’