বিধানসভায় চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন বিধায়ক দুলাল বর। আজ, মঙ্গলবার অধিবেশন চলাকালীন বক্তব্য রাখতে না পেরে বিধানসভায় থেকে আচমকাই বেরিয়ে যান দুলালবাবু। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি বিধায়ক দুলাল বর জানান, ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, বাগদা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন দুলালবাবু। সম্প্রতি, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন-বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, তারপর?
