অতীন্দ্রর বিরুদ্ধে বিস্ফোরক রাণুর মেয়ে, এল পাল্টা জবাবও

রাণু মন্ডলের মেয়ে বোমা ফাটালেন। মায়ের কর্তৃত্ব নিয়ে লড়াইতে এবার সেই সাথী রাণুর আবিষ্কারক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে গাদাখানেক কুৎসিত অভিযোগ আনলেন। তেলেবেগুণে চটে তার পাল্টা জবাব দিলেন অতীন্দ্র চক্রবর্তীও। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন যারা এসব বলছে এবং যেসব মিডিয়া তা দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

সাথী মন্ডল একটি সংবাদমাধ্যমে যা বলেন তার মোদ্দা কথা হল টাকা বা যোগাযোগ, সব বিষয়েই রাণুর ম্যানেজাররা লাভবান হচ্ছে। তিনি পিছিয়ে পড়ছেন।
এই খবর রটতেই অতীন্দ্র জবাব দেন। রাণুও মেয়ের কথার উল্টো বলে অতীন্দ্র পাশে দাঁড়ান। বিষয়টি একেবারে কাদা ছোঁড়াছুঁড়ির পর্যায়ে গিয়েছে। রাণু বলেন,” সত্য না জেনে ভুল খবর রটানো হচ্ছে।”

আরও পড়ুন-শুধু অনুকরণ করে সাফল্য বেশিদিন ধরে রাখা যায় না, রাণুকে একথা বললেন লতা মঙ্গেশকর