ফের গ্রেফতার দুই জেএমবি জঙ্গি, এবার কোথায়?

সম্প্রতি, একের পর এক জেএমবি জঙ্গি ধরা পরছে। মঙ্গলবার ফের গ্রেফতার হলো দুই জেএমবি জঙ্গি। এবার মালদহের সামসিতে গ্রেফতার করা হল দু’জন জেএমবি জঙ্গিকে। ধৃতেরা হল আবদুল বারি এবং নিজামুদ্দিন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র।

আরও পড়ুন-সাংসদ অভিষেকের হাজিরায় স্থগিতাদেশ জারি কোর্টের