সব্যসাচীর লক্ষ্য কী?

মেয়র পদ হারিয়ে দশ গোল খেয়েছেন বিধাননগরের সব্যসাচী দত্ত। অঘটন ঘটিয়ে চমকে দেবেন তিনি, এই আশা তৈরি খেলায় জল ঢালা হয়ে গেছে। আপাতত তিনি পুরপিতা ও বিধায়ক। আনুষ্ঠানিকভাবে তৃণমূল না ছাড়লেও বিজেপির প্রতি দুর্বলতা প্রকাশ্য। তাহলে তাঁর লক্ষ্য কী? সূত্রের অনুমান, সব্যসাচী বিধাননগর পুরসভায় বিজেপিকে জিতিয়ে মেয়র হওয়ার চেষ্টা করবেন। আর তাঁর আসল লক্ষ্য বিধানসভায় কেন্দ্র বদলে সুজিত বসুর বিরুদ্ধে দাঁড়ানো। মূলত এই অঙ্কেই এগোচ্ছেন তিনি। তবে এবিষয়ে সব্যসাচীবাবুর তরফ থেকে কোথাও কোনো মন্তব্য করা হয় নি। একটি মহলের বক্তব্য, এত তাড়াতাড়ি মেয়র পদ হারিয়ে ভুল রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ফেলেছেন সব্যসাচী। তৃণমূল আপাতত তাঁকে আলাদা কোনো গুরুত্ব দিচ্ছে না।