পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন বরিস ! তবে এখনই পড়ছে না সরকার

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কট্টর ব্রেক্সিট কৌশলের বিরোধিতা করে ব্রেক্সিটবিরোধী লিবারেল ডেমোক্র্যাট দলে যোগ দিলেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের আইনপ্রণেতা ফিলিপ লি। বরিস জনসন যখন পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন, তখনই ফিলিপ লি আসন পরিবর্তন করে লিবারেল ডেমোক্র্যাট দলের সারিতে গিয়ে বসেন। এর মধ্য দিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল বরিস জনসনের সরকার।

আরও পড়ুন-মাদাম তুসোয় স্থান পেল শ্রীদেবীর মোমের মূর্তি

তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনই বরিস সরকারের পতন ঘটছে না। কারণ, চুক্তিবিহীন ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) ঠেকানোর বিষয়ে বিরোধী দলগুলো একমত হলেও বিকল্প সরকার গঠন নিয়ে তাদের মধ্যে তুমুল মতবিরোধ রয়েছে। বিশেষ করে প্রধান বিরোধী দলের নেতা জেরেমি করবিনকে প্রধানমন্ত্রী করা নিয়ে অনেকের আপত্তি আছে। আপত্তি আছে তাঁর নিজের দলেও। তাই পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারালেও আপাতত সরকার চালাবেন বরিস জনসন।

আরও পড়ুন-ফের বিধানসভা ওয়াক-আউট বাম-কংগ্রেসের, কিন্তু কেন?

Previous articleNews@Lunch
Next articleআন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের