বৌবাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জেরে ক্ষতিগ্রস্থ বাড়ির সংখ্যা গতকাল, মঙ্গলবার পর্যন্ত ছিল 52টি। বর্তমানে তা আরও বেড়ে গেল। আজ বুধবার বিধানসভার লবিতে সাংবাদিকদের একথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, পুলিশের পক্ষ থেকে আরও 20টি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। সেই বিষয়ে রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর কাছে। তড়িঘড়ি ওই 20টি বাড়ির বাসিন্দাদের যথা শীঘ্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি প্রতিমুহূর্তেই বৌবাজারের রিপোর্ট নিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন| আজ ফের ওই সব অঞ্চলে আরও বেড়িগেট দিয়ে ঘেরাও করার নির্দেশ দিলেন মুখমন্ত্রী। জানালেন, আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে|

আরও পড়ুন-সাতসকালে ফের বৌবাজারে ভেঙে পড়ল বাড়ি! তারপর?