Saturday, May 10, 2025

‘প্যান্ট পকেট মিউজিয়াম’: এক ক্লিকে বিশ্ব বাংলা সংবাদেই দেখুন বিশ্বের ক্ষুদ্রতম জাদুঘর!

Date:

Share post:

আর দশটা জাদুঘরের মতো এই জাদুঘরের কোনও প্রবেশদ্বার নেই। লাইন ধরে জাদুঘরে ঢোকার ঝামেলাও নেই। বরং, বাইরে দাঁড়িয়েই গোটা জাদুঘর দেখে ফেলা যায়। জাদুঘরটির অবস্থান একটি প্রাচীন বাড়ির জানালায়!

সুইজারল্যান্ডের বাসেল শহরের এই খুদে জাদুঘরটি দেশটির তো বটেই, সম্ভবত বিশ্বেরই ক্ষুদ্রতম জাদুঘর। স্থানীয় ভাষায় জাদুঘরটিকে বলা হয় ‘হুসেসাগ মিউজিয়াম’, ইংরেজিতে যার অর্থ দাঁড়ায় ‘প্যান্ট পকেট মিউজিয়াম’! মূলত আকৃতির কারণেই জাদুঘরটির এমন নামকরণ।

বাসেলের ওল্ড টাউন এলাকার প্রায় 600 বছর পুরনো একটি বাড়ির দুই ফুট বাই দুই ফুট জানালায় সাজানো হয়েছে এই জাদুঘরটি। সুরক্ষা ও নিরাপত্তার জন্য বাইরে থেকে দেওয়া হয়েছে লোহার গ্রিল। কয়েক মাস পরপরই জাদুঘরে যুক্ত হয় নতুন নতুন দর্শনীয় জিনিস।

জাদুঘরটির দেখাশোনা করছে স্থানীয় একটি পরিবার। বাড়িটিতে 35 বছর ধরে বসবাস করছেন তাঁরা। আর জাদুঘরটি পরিচালনা করছেন 24 বছর ধরে। জাদুঘরের বেশির ভাগ জিনিসই তাঁদের নিজস্ব সংগ্রহ থেকে দিয়েছেন তাঁরা। এছাড়া ব্যতিক্রমী জিনিস পেলে বাইরের মানুষের কাছ থেকেও জাদুঘরের জন্য জিনিস সংগ্রহ করেন তাঁরা।

জাদুঘরের প্রশাসনিক ব্যাপার দেখভাল করেন গৃহকর্ত্রী দাগমার, আর সৃজনশীল ব্যাপার দেখাশোনা করেন তাঁর স্বামী ম্যাথিয়াস। ম্যাথিয়াস বলেন, ‘আমি এই জাদুঘরের সৃজনশীল বিভাগের পরিচালক। আমার স্ত্রী প্রশাসনিক দিকটা সামলান। জাদুঘরে কী কী দেখানো হবে, সেটি আমার স্ত্রীই ঠিক করে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় জাদুঘরের প্রচার চালানো, বিশ্বের নানা প্রান্তের আগ্রহী মানুষের প্রশ্নের উত্তর দেওয়া—এসব কাজও করে আমার স্ত্রী। ও জিনিস বাছাই করে দেয়, এরপর আমার দায়িত্ব হলো সেগুলোকে জাদুঘরে ঠিকঠাকভাবে জায়গা করে দেওয়া।’

ছোট্ট এই জাদুঘরে কী নেই! পুরনো হাতঘড়ি থেকে শুরু করে প্লাস্টিকের রোদচশমা, রুবিকস কিউব, খেলনা টেলিভিশন—সবকিছুই আছে জাদুঘরে। আর আছে দাগমারের সবচেয়ে প্রিয় জিনিস, বিভিন্ন আমলের রাজাদের ছোট মূর্তি। আছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের আদলে গড়া একটি টাওয়ারও! আগ্রহ ছিল বলে ছোটবেলা থেকেই এসব জিনিস সংগ্রহ করতেন দাগমার। জমানো সেই জিনিসগুলো দিয়েই এখন তিনি খুলেছেন ছোট্ট এই জাদুঘর। যা শুধু সুইজারল্যান্ডে নয়, গোটা বিশ্বের কাছে আগ্রহের কেন্দ্রস্থল।

spot_img

Related articles

ড্রোনের পাশাপাশি হাইস্পিড মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের, সাংবাদিক বৈঠকে জানালো সেনা

ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার প্ররোচনা পাকিস্তানের। ড্রোনের পাশাপাশি এবার ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা (Pakistan tried Missile attack) চালানোর...

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো...

ভোরে জম্মুতে ‘হেভি শেলিং’, পাকিস্তানের ৪ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

শনিবার ভোর রাতে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো...

ভ্যাপসা গরমের মাঝেই শনি-রবিতে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন জেলা

চরম গরমের মাঝেই বৃষ্টির সুখবর শোনালো হাওয়া অফিস (Weather Department)। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপপ্রবাহের (Heatwave) দাপট।...