এই গ্রামে সবাই সংস্কৃতে কথা বলেন, পোষ্যরাও বোঝে দেবভাষা!

ভারতের দেবভাষা সংস্কৃত। কর্ণাটকের সিমোগা জেলার মাত্তুর গ্রামের কথ্যভাষাই সংস্কৃত। যেখানে সাধারণ কথাবার্তা সংস্কৃতেই হয়। বাড়ির পোষ্য কুকুর-বিড়ালকেও ডাকা, খেতে দেওয়া সবেতেই ব্যবহার করা হয় দেবভাষা। সকলে বোঝেও সেটা। এ গ্রামের কৃষক গরু, মোষকেও নির্দেশ দেন সংস্কৃতে।

একদা দ্রাবিড় অধ্যুষিত এই গ্রামে এখনও কথ্যভাষা সংস্কৃত| এখানকার বাসিন্দারা সংস্কৃত ভাষা চর্চার ধারক ও বাহক। কথ্য ভাষায় কিছু কিছু কন্নড়‚ তেলেগু‚ তামিল মিশে গেলেও মূল ব্যাকরণ অনুসরণ করা হয় দেবভাষায়। ব্যবহার করা হয় দেবনাগরী হরফে।

আরও পড়ুন- বউবাজার বিপর্যয়ের জন্য এবার রেলমন্ত্রীকে সরাসরি আক্রমণ মেয়রের

Previous articleগাড়ি শিল্পে মন্দা কাটাতে জিএসটি কমাচ্ছে কেন্দ্র
Next articleএবার সুজনের হাত ধরে প্রকাশিত হল “মুখ্যমন্ত্রীকেই বলছি”