বউবাজার বিপর্যয়ের জন্য এবার রেলমন্ত্রীকে সরাসরি আক্রমণ মেয়রের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য চরম বিপর্যয় বউবাজারে। একের পর এক বাড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এরই মাঝে বউবাজার বিপর্যয় নিয়ে রাজনৈতিক চাপান-উতর তুঙ্গে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই বিপর্যয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষকেই সরাসরি দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘মেট্রো কর্তৃপক্ষের অবহেলার জন্যই এই বিপর্যয়। তাদের গাফিলতির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’

এরপর নবান্নে সাংবাদিক বৈঠকেও তিনি কেন্দ্রকে একহাত নেন। তিনি বলেন, ‘‌‌‌‌‌‌যতক্ষণ না মেট্রো ল্যান্ড সেটেলমেন্ট সার্টিফিকেট দিচ্ছে পুরসভাকে, ততদিন পুরসভা কাজ শুরুর অনুমতি দেবে না। মেট্রোকে নিশ্চয়তা দিতে হবে যে ফের মাটি বসবে না। অনুমোদিত বিশেষজ্ঞদের দ্বারা ওই সার্টিফিকেট তৈরি করতে হবে। আগে ওরা বলেছিল 48 ঘণ্টার মধ্যে পরিস্থিতিনিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এখন কোনও গ্যারান্টি দিতে পারছে না।’‌

এর পর রেলমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তোলেন। এতবড় বিপর্যয়ের পরও রেলমন্ত্রী এখনও উদাসীন বলে কটাক্ষ করে মেয়র বলেছেন, ‘‌রেলমন্ত্রীর ঘুম না ভাঙলে কিছু হবে না। রেলমন্ত্রীকে এখানে এসে দেখতে হবে।’

আরও পড়ুন-বউবাজার বিপর্যয়: নবান্নে কোর গ্রুপের বৈঠক, ক্ষতিপূরণ ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

 

Previous article4 ইঞ্চির ক্যামেরায় তৈরি হবে পেশাদার সিনেমা! নতুন চ্যলেঞ্জ পরিচালক রিংগোর  
Next articleগাড়ি শিল্পে মন্দা কাটাতে জিএসটি কমাচ্ছে কেন্দ্র