4 ইঞ্চির ক্যামেরায় তৈরি হবে পেশাদার সিনেমা! নতুন চ্যলেঞ্জ পরিচালক রিংগোর  

সিনেমা তৈরি নিয়ে নতুন প্রজন্মের খুব আগ্রহ। কিন্তু সাধ  থাকলে সাধ্য কোথায়? এবার আর চিন্তা নেই, সেই সমস্যারই  সমাধান করে দিতে পরিচালক রিংগো নিলেন এক নতুন চ্যালেঞ্জ।

গত বছরের শেষে বাজারে আসে ডিজেআই অসমো পকেট ক্যামেরা এর মাধ্যমেই তৈরি হয়ে যাবে পেশাদার সিনেমা। এমনটাই জানিয়েছেন পরিচালক রিংগো। এই ক্যামেরা দিয়ে তৈরি হয়ে যাবে একটি গোটা সিনেমা। কি অবাক হচ্ছেন? কিন্তু এই অসম্ভব কাজই সম্পন্ন করে দেখিয়ে দিয়েছেন  রিংগো।

আরও পড়ুন-স্যোশাল মিডিয়ায় গোপন ছবি, তারপর… 

তিনি ইতিমধ্যেই এই পকেট ক্যামেরা দিয়ে তৈরি করে ফেলেছেন একটা আস্ত পেশাদার ছবি। তাঁর এই 50 মিনিটের ছবিটি প্রদর্শিত করা হবে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে। এই ক্যামেরাটির দৈর্ঘ্য  মাত্র 4 ইঞ্চি, 1/2 ইঞ্চির সেন্সর রয়েছে ক্যামেরায় এরই সঙ্গে রয়েছে ডুয়াল মাইক্রোফোন, যার মাধ্যমে ফোরকে ভিডিওর স্টিরিও অডিও রেকর্ড করা সম্ভব।

দাম 30 হাজার টাকার মধ্যে, ওজন মাত্র 116 গ্রাম, অনায়াসেই পকেটে ভরে ফেলা যাবে এই ক্যামেরা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে পরিচালক জানালেন, নতুন প্রজন্মের ফিল্মমেকারদের বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখেই এমন একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট হাতে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-বায়োপিকে সিন্ধুর ভূমিকায় কে জানেন?

Previous articleবউবাজার বিপর্যয়: নবান্নে কোর গ্রুপের বৈঠক, ক্ষতিপূরণ ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের
Next articleবউবাজার বিপর্যয়ের জন্য এবার রেলমন্ত্রীকে সরাসরি আক্রমণ মেয়রের