Monday, August 25, 2025

অফিস ঘর ভাড়া নিয়ে চলছে ভুয়ো ব্যাঙ্ক

Date:

Share post:

পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে ছ’তলা আইটি হাব। বিভিন্ন বেসরকারি সংস্থা অফিস ঘর ভাড়া নিয়ে কাজকর্ম চালাচ্ছে এখানে। এরই মধ্যে একটি বেসরকারি সংস্থা ওই আইটি হাবের তিনতলায় অফিস ঘর ভাড়া নিয়ে অর্থলগ্নি ব্যবসা ফেঁদে বসেছে বলে অভিযোগ উঠেছে। আর সেই  অফিস থেকেই নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ীদের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমনকী মোট ঋণের উপর 21 শতাংশ এককালীন টাকাও কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংস্থার পুরো নামের মধ্যে ‘ব্যাঙ্ক’ শব্দটি উল্লেখ থাকায় মানুষজনও প্রভাবিত হয়েই এই অফিসে আসছেন লোন পাওয়ার জন্য।

আরও পড়ুন-শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পেলেন ওমপ্রকাশ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  ‘ব্যাঙ্ক’ লিখে একটি বেসরকারি সংস্থা নিয়মবহির্ভূতভাবে লক্ষ লক্ষ টাকা লেনদেনের কারবার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কালিয়াচক থানার মোজমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুদ সেখ এবং মহম্মদ মোজাফফর হক জানান, টেলিফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সংস্থার প্রতিনিধিরা। ওই দুই প্লাস্টিক ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ঋণ প্রয়োজন জানতে পেরেই তাঁদের ডেকে পাঠানো হয় অফিসে। তাঁরা বলেন, ‘‘ব্যাঙ্ক শুনে চলে এসেছিলাম। এখন দেখছি ব্যাঙ্ক নয়, সুদের হারও অনেক বেশি। তাই ফিরে যাচ্ছি।’’ মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘ওই এলাকার মানুষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য শীঘ্রই একটা কমিটি তৈরি হবে। তারপরেই শুরু হবে তদন্ত।’’

আরও পড়ুন-পুরসভার কর্মীদের বেতন না হওয়ায় বিক্ষোভ জগদ্দলে  

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...