বউবাজার বিপর্যয়: নবান্নে কোর গ্রুপের বৈঠক, ক্ষতিপূরণ ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারে একের পর এক বাড়ি ভাঙার ঘটনায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এ বিষয়ে বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেএমআরসিএলের এমডি ছাড়াও রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও কলকাতা পুরসভার কমিশনার।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কথা রাখলো মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্ষতির পরিমাণ না দেখে, সংশ্লিষ্ট এলাকার প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করে মেট্রো রেল।

আরও পড়ুন-সিপিএম নেতা তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ সুপ্রিম কোর্টের